
ছবি: সংগৃহীত
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারত সরকার, জনগণ এবং ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অত্যন্ত গভীর ও বহুমুখী। এটি বাণিজ্য, সংযোগ, উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ ও ‘অ্যাক্ট ইস্ট’ নীতি, সাগর মতবাদ এবং ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ। ভারত চায় বাংলাদেশ একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অগ্রসরমান রাষ্ট্র হিসেবে বিশ্ব পরিমণ্ডলে শক্ত অবস্থান গড়ে তুলুক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে বলেন, “বাংলাদেশের জাতীয় দিবসে আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের প্রতিফলন, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি গড়ে তুলেছে।”
মোদি আরও বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। গত কয়েক দশকে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে বিকশিত হয়েছে এবং এই সম্পর্ক উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতেও এ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ভারতের দুই শীর্ষ নেতার এই শুভেচ্ছা বার্তা বাংলাদেশ-ভারত সম্পর্কের গভীর বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রতিফলন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
বাংলাবার্তা/এমএইচ