
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি আশ্বাস দিয়েছেন, এবারের ঈদে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ঈদের সময় মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। মহাসড়কে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সক্রিয় থাকবে।”
তিনি আরও বলেন, “পুলিশের দায়িত্ব ২৪ ঘণ্টার, তারা কখনোই বিশ্রামে থাকে না। জনগণের নিরাপত্তা নিশ্চিতে তারা সবসময় কাজ করে যাচ্ছে। এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে।”
তিনি আরও জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গেও সমন্বয় করে কাজ করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারি ও ভিজিলেন্স টিম কাজ করবে।
স্বরাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, “আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির ফলে এবারের ঈদ শান্তিপূর্ণ ও নিরাপদ হবে। মহান আল্লাহর রহমতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।”
বাংলাবার্তা/এমএইচ