
ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে জরুরি চিকিৎসা প্রদানের জন্য বিশেষ জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আব্দুল-মুয়ীদ চৌধুরী এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এই স্বাস্থ্য সেবা কেন্দ্র চালুর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জরুরি চিকিৎসা সেবা দ্রুত এবং সহজেই পেতে সক্ষম হবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা থাকবে। এছাড়া, জরুরি প্রয়োজনে দ্রুত চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক বিবৃতিতে জানান, প্রতিষ্ঠানটির কর্মীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা তাদের দায়িত্বের অংশ। ভবিষ্যতে এই সেবা আরও উন্নত ও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই নতুন উদ্যোগটি প্রতিষ্ঠানটির কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাবার্তা/এমএইচ