
ছবি: সংগৃহীত
সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে দেশে তৈরি পোশাক শিল্পের অধিকাংশ কারখানায় শ্রমিকদের বেতন এবং ঈদ বোনাস পরিশোধ হয়নি। চলতি মাসের অর্ধেক বেতনও অনেক কারখানা দিতে পারেনি। এসব কারখানায় শ্রমিকরা এখনও ঈদ বোনাস এবং মাসের বেতন পাওয়ার জন্য অপেক্ষা করছেন।
বিজিএমইএ, বিকেএমইএ এবং শিল্প পুলিশের তথ্যমতে, মার্চ মাসের বেতন দিতে পারেনি ৭ হাজার ২২৪টি কারখানা। এর মধ্যে ১২২টি পোশাক কারখানা এখনও ফেব্রুয়ারির বেতন এবং ৩০টি কারখানা জানুয়ারির বেতনও দেয়নি। আরও ৭২৩টি কারখানা এখনও ঈদ বোনাস দিতে পারেনি।
এদিকে, দেশের ৯ হাজার ৬৯৫টি কারখানার মধ্যে ৭ হাজার ৮৬০টি কারখানায় মার্চ মাসের বেতন এখনও বকেয়া রয়েছে, যা মোট কারখানার প্রায় ৮১.৭ শতাংশ।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, এই পরিস্থিতির কারণে সরকার ১২টি কারখানার মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে, যেহেতু তারা শ্রমিকদের বেতন এবং বোনাস পরিশোধে ব্যর্থ হয়েছেন।
গাজীপুরে বেতন-বোনাস পরিশোধ না হওয়ায় সিগনেচার অ্যাপারেলস এবং হ্যাগ নিটওয়্যার কারখানার শ্রমিকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এবং গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান ধর্মঘট করেছেন।
এছাড়া, নারায়ণগঞ্জে ঈদের ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। শহরের এস এম মালেহ রোডে সকাল থেকে দুপুর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শ্রমিকদের দাবির পর পরিস্থিতি শান্ত হয়।
এছাড়াও, বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে গত ৫ দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান করছেন কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।
বাংলাবার্তা/এমএইচ