
ছবি: সংগৃহীত
মৌসুমের শুরুতেই প্রচণ্ড গরমে নাকাল দেশের বিভিন্ন অঞ্চল। শুক্রবার (২৮ মার্চ) যশোরে সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর এটিকে তীব্র তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত করেছে।
তাপমাত্রা বাড়ছেই, নেই বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এ বছর শীতের সময়ও তাপমাত্রার প্রবণতা বেশি ছিল, ফলে স্বাভাবিকের চেয়ে আগেভাগেই তাপপ্রবাহ দেখা দিয়েছে। তিনি বলেন, "এপ্রিল মাসেও আরও কয়েকটি মাঝারি ও তীব্র তাপপ্রবাহ আসতে পারে। তবে যশোরে শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।"
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, যশোর, সিরাজগঞ্জসহ বেশ কিছু জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া, রাজশাহী, খুলনা, ঢাকা, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙামাটি অঞ্চলেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে।
স্বস্তি নেই, গরম আরও বাড়ার আশঙ্কা
আবহাওয়াবিদদের মতে, মাসের বাকি দিনগুলোতেও তাপমাত্রা আরও বাড়তে পারে এবং আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা প্রচণ্ড গরমে শরীরকে সুস্থ রাখতে বেশি করে পানি পান করা ও সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
বাংলাবার্তা/এমএইচ