
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনে সাহসিকতার প্রমাণ দেওয়া একদল নারী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পেয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে আন্দোলনে অংশ নেওয়ার জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
‘জুলাই কন্যারা’ নামে পরিচিত এই সাহসী নারীরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ’ পুরস্কার অর্জন করেছেন। এটি যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইটের নামে প্রবর্তিত একটি সম্মাননা।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট স্থানীয় সময় শুক্রবার আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। আগামী মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করবেন।
স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সহিংস দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে এই নারী নেত্রীরা অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। নিরাপত্তা বাহিনীর কঠোর নিয়ন্ত্রণ এবং বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে গেছেন।
পুরুষ সহযোদ্ধাদের গ্রেপ্তার করা হলে, এই নারীরা আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন এবং যোগাযোগের নতুন উপায় খুঁজে বের করেন। এমনকি ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও তারা সেন্সরশিপের প্রতিবাদ জানিয়ে আন্দোলন সংগঠিত রাখেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই নারীরা অনিশ্চয়তার মধ্যেও অবিচল থেকে যে সাহসিকতা দেখিয়েছেন, তা সাহসের প্রকৃত সংজ্ঞা হয়ে উঠেছে। তারা কেবল নিজেদের জন্য নয়, বরং একটি বৃহত্তর পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছেন।
‘জুলাই কন্যাদের’ এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের নারী নেতৃত্ব এবং সামাজিক ন্যায়বিচারের লড়াইকে নতুন মাত্রা যোগ করবে। তাদের সাহস ও সংকল্প ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বাংলাবার্তা/এমএইচ