
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের জামাতে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এবারের ঈদে মুসলিম জনগণ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ঈদ জামাত উদযাপন করতে পারবেন, কারণ আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
আজ রবিবার কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ঈদে নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং জামাতের স্থানগুলোতে যেকোনো ধরনের হামলার আশঙ্কা কম।
এবারের ঈদযাত্রাকে সফল বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছাড়ছে এবং যাত্রীদের কোনো ধরনের দুর্ভোগ হচ্ছে না। “কালোবাজারি বা শিডিউল বিপর্যয়ের কোনো খবর নেই,” বলেন তিনি।
এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, গত কয়েক বছরে রেলের কর্মকর্তাদের কালোবাজারি ও দুর্নীতির অভিযোগ ছিল। কিন্তু এবারে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, যার ফলস্বরূপ ট্রেনের শিডিউল এবং টিকিট সিস্টেমে কোনো অস্বাভাবিকতা ঘটছে না। তিনি বলেন, “আমরা দুর্নীতি ও কালোবাজারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। পূর্বে রেলের কিছু কর্মকর্তারা কালোবাজারি কার্যক্রমে যুক্ত ছিল, তবে এবার তারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত নয়।”
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনোভাবেই দুর্নীতি বা অব্যবস্থাপনা সহ্য করবে না। ঈদ যাত্রা নির্বিঘ্ন এবং নিরাপদ রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক রয়েছে। তিনি এ সময় যাত্রীদের নিরাপত্তা ও ভালো যাত্রার নিশ্চয়তা প্রদান করেছেন।
এই ঈদে জনগণ শঙ্কামুক্ত ও নিরাপদ পরিবহন সেবা পাচ্ছে, যা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেছেন তিনি।
বাংলাবার্তা/এমএইচ