
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য রাজধানী ঢাকায় প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদ। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বিভিন্ন স্থানে ঈদের নামাজের সময়সূচি
প্রধান জামাত
জাতীয় ঈদগাহ: সকাল ৮:৩০ টা
বায়তুল মোকাররম: সকাল ৭:০০, ৮:০০, ৯:০০, ১০:০০ ও ১০:৪৫ (মোট ৫টি জামাত)
অন্যান্য গুরুত্বপূর্ণ জামাত
সংসদ ভবন দক্ষিণ প্লাজা: সকাল ৮:০০ টা
বুয়েট খেলার মাঠ: সকাল ৭:১৫ টা
বলিভদ্র বাজার জামে মসজিদ: সকাল ৮:৩০ টা
দক্ষিণ বাসাবো বালুর মাঠ: প্রথম জামাত সকাল ৭:৩০ টা, দ্বিতীয় জামাত সকাল ৮:৩০ টা
উত্তর শাহজাহানপুর-দক্ষিণ খিলগাঁও ঝিল মসজিদ: সকাল ৮:০০ টা
আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা
বৃষ্টি হলে জাতীয় ঈদগাহের জামাত বায়তুল মোকাররমে সকাল ৯টায় স্থানান্তরিত হবে
কোনো পরিবর্তন হলে গণমাধ্যমে জানানো হবে
সবাইকে ঈদের শুভেচ্ছা! নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন করুন।
বাংলাবার্তা/এমএইচ