
ছবি: সংগৃহীত
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। চাঁদ দেখার বিষয়ে নিশ্চিত হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, ঈদ সম্প্রীতির বন্ধন দৃঢ় করে এবং সকলের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়।
সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। এবার ২৯ রোজা পালনের পরই বাংলাদেশে ঈদ উদ্যাপিত হচ্ছে।
এর আগে, শনিবার (২৯ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে রোববার (৩০ মার্চ) ঈদ উদ্যাপিত হয়েছে। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ওমানসহ বেশ কয়েকটি দেশে সোমবার ঈদ উদ্যাপিত হবে।
বাংলাবার্তা/এমএইচ