
ছবি: সংগৃহীত
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে দেশব্যাপী ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। তিনি বলেন, "ঈদ শুধু উৎসব নয়, এটি আমাদের সমাজের বন্ধনকে আরও দৃঢ় করার দিন। আমরা যে ঐক্য সৃষ্টি করেছি, সেটিকে স্থায়ীভাবে ধরে রাখতে চাই।"
সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। নামাজ শেষে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, "ঈদ দূরত্ব ঘোচানোর দিন। এটি সম্প্রীতির, নৈকট্যের ও ভালোবাসার প্রতীক। আমরা যেন এই অনুভূতিকে হৃদয়ে ধারণ করে একে অন্যের পাশে থাকতে পারি।"
তিনি আরও বলেন, "আমাদের সমাজের প্রতিটি স্তরে ঐক্যের প্রয়োজন। যে কোনো সংকট মোকাবিলায় ঐক্যই আমাদের মূল শক্তি। আসুন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই।"
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রবাসী বাংলাদেশিদেরও স্মরণ করেন এবং যারা অসুস্থতার কারণে ঈদ জামাতে অংশ নিতে পারেননি, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
বাংলাবার্তা/এমএইচ