
ছবি: সংগৃহীত
এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য খুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে এই মহিমান্বিত উৎসব। ঈদের সকাল থেকেই দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে লাখো ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করেছেন।
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদ জামাত, যেখানে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিক, কূটনীতিকসহ হাজার হাজার মুসল্লি অংশ নেন। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় একাধিক ঈদ জামাত।
ঈদ মানেই আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উৎসব। মুসলিম সম্প্রদায় ঈদের দিন সকালে নামাজ আদায় শেষে কোলাকুলির মাধ্যমে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। স্বজনদের কবর জিয়ারত, দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে যাওয়া—এসব নিয়েই জমে উঠেছে ঈদ আনন্দ।
এ বছর ঈদকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বর্ণিল আয়োজন দেখা গেছে। ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই নগরজুড়ে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। আতশবাজি, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ মেলা এবারের ঈদ উদযাপনকে করেছে আরও বর্ণিল। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা আয়োজনে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছে জনগণের সঙ্গে।
এদিকে, ঈদের ছুটিকে উপভোগ করতে রাজধানীর অনেক মানুষ গ্রামে পাড়ি জমিয়েছেন। ফলে ঢাকা শহর কিছুটা ফাঁকা হলেও পার্ক, বিনোদনকেন্দ্র ও শপিংমলগুলোতে মানুষের ভিড় দেখা যাচ্ছে। সব মিলিয়ে সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।
বাংলাবার্তা/এমএইচ