
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরের একদিনের ছুটি শেষে আবারও সচল হয়েছে ট্রেন যোগাযোগ। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে দেশের বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে যাচ্ছে। তবে ঈদের ছুটি কাটিয়ে এখনো কর্মস্থলে ফেরা শুরু না হওয়ায় ট্রেনগুলো যাত্রীশূন্য অবস্থায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।
কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, পুরো এলাকা সুনসান। যাত্রীদের ভিড় নেই বললেই চলে। শুধুমাত্র কুলি ও স্টেশনের কর্মরত শ্রমিকদের আনাগোনা দেখা গেছে। মাঝে মাঝে দু-একজন যাত্রী টিকিট কেটে ট্রেনে ওঠার জন্য আসছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ‘ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, তবে যাত্রীর চাপ নেই। মানুষ এখনো ঢাকায় অবস্থান করছে। চলতি সপ্তাহে ট্রেনে ঢাকার বাইরে যাওয়ার চাপ কম থাকবে, তবে ফিরতি ট্রেনগুলোতে যাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়বে।’
এদিকে, যারা হঠাৎ করেই বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছেন, তাদের জন্য এটি স্বস্তির খবর। টিকিট কাটতে দীর্ঘ লাইন নেই, সহজেই ট্রেনে ওঠা যাচ্ছে। কিশোরগঞ্জ এক্সপ্রেসের এক যাত্রী আফজাল হোসেন বলেন, ‘ঢাকাতেই ঈদ করলাম, হঠাৎ মনে হলো বাড়ি যাবো। কোনো ঝামেলা ছাড়াই টিকিট কেটে ট্রেনে উঠলাম।’
দুপুরের দিকে বিভিন্ন প্রান্ত থেকে ঢাকাগামী ট্রেনগুলো স্টেশনে পৌঁছালে কিছুটা ভিড় বাড়তে পারে বলে জানিয়েছেন স্টেশনে কর্মরত শ্রমিকরা।
বাংলাবার্তা/এমএইচ