
ছবি: সংগৃহীত
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে দ্বিতীয় দফায় জরুরি ত্রাণ ও ওষুধ পাঠানো হয়।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় পরিচালিত এই মানবিক মিশনে ৫৫ জন উদ্ধারকর্মী ও চিকিৎসক অংশ নিয়েছেন। এদের মধ্যে রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ সেনাবাহিনীর ডাক্তার ও বেসামরিক ডাক্তাররা।
এই চালানে মিয়ানমারের ভূমিকম্প দুর্গতদের জন্য পাঠানো হয়েছে— ৮ টন শুকনো খাবার, ২.৫ টন বিশুদ্ধ পানি, ৪ টন ওষুধ, ১ টন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ১.৫ টন ত্রাণ তাঁবু
বাংলাদেশ বিমানবাহিনীর ৩৭ জন ক্রু সদস্যও এই মিশনে দায়িত্ব পালন করছেন।
এর আগে, রবিবার প্রথম দফায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি মেডিকেল টিম, তাঁবু, শুকনো খাবার এবং ওষুধসহ জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল। বাংলাদেশ সরকারের এই সহায়তা মিয়ানমারের জনগণের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ