
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ‘জুলাই কন্যারা’ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার (আইডব্লিউওসি) এবং ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পাওয়ায় বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে।
সোমবার (৩১ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন রাখেন, “ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ায় বাংলাদেশের সাহসী নারীরা এই পুরস্কার পাচ্ছেন— এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মতামত কী?”
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস উত্তরে বলেন, "আমি শুধু আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারের বিষয়ে কথা বলবো, তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুমান করতে চাই না।"
তিনি আরও বলেন, এই পুরস্কার তাদের দেওয়া হয় যারা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী-শিশুদের ক্ষমতায়নের জন্য লড়াই করেন, এমনকি ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকির সম্মুখীন হয়েও।
২০০৭ সাল থেকে ৯০টিরও বেশি দেশের ২০০-এর বেশি নারীকে আইডব্লিউওসি পুরস্কারে ভূষিত করা হয়েছে। এবারের বিজয়ীদের মধ্যে বাংলাদেশের সাহসী নারীরাও রয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, বিজয়ীরা ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম এবং লস অ্যাঞ্জেলেসে বিশেষ কর্মশালায় অংশ নেবেন, যেখানে তারা আমেরিকান নারীদের সঙ্গে মতবিনিময় করবেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) পররাষ্ট্র দপ্তরের আয়োজনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিজয়ীদের হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেবেন।
বাংলাবার্তা/এমএইচ