
ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বাংলাদেশে রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তিনি বলেন, “নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশে চরমপন্থার জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এই সুযোগ কাউকে নিতে দেব না। যদি কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে সরকার কঠোর অবস্থান নেবে।”
বুধবার (২ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি গত ৫ আগস্ট ঢাকায় আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি আরও বলেন, “আমরা শহীদদের চেতনা ধারণ করে, তাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি। জনগণও এই প্রচেষ্টার সঙ্গে আছে।”
গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই, গণমাধ্যমের গুণগত মান উন্নয়নে কার্যকর সংস্কার করা হোক। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো পর্যালোচনা করে কেন্দ্র ও মফস্বলের সাংবাদিকতার মানোন্নয়ন নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম এবং স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাবার্তা/এমএইচ