
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতর উদযাপনের পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন গ্রামে যাওয়া মানুষ। বুধবার (২ এপ্রিল) সকাল থেকেই যাত্রাবাড়ী ও সায়েদাবাদে যাত্রীদের ভিড় দেখা গেছে। দীর্ঘ ছুটির পর কর্মজীবী মানুষরা দলে দলে ফিরছেন কর্মস্থলে।
ফেরার পথে তেমন ভোগান্তি নেই
ফেরত যাত্রীদের অনেকে জানিয়েছেন, তারা খুব বেশি ভোগান্তি ছাড়াই ঢাকা ফিরতে পেরেছেন। তবে কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। যাত্রী শরিফুল ইসলাম বলেন, ‘গ্রামে বাবা-মায়ের সঙ্গে ঈদ কাটিয়ে ফিরলাম। বাসভাড়া ঠিক থাকলেও, সিএনজি চালিত অটোরিকশা অতিরিক্ত ভাড়া চাইছে।’
ফেরার পথে কোন কোন রুট ব্যস্ত?
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে আসা বাসগুলো যাত্রাবাড়ী ও সায়েদাবাদ হয়ে নগরীর বিভিন্ন স্টপেজে যাত্রী নামাচ্ছে। এসব এলাকার মধ্যে রয়েছে:
✔ সাইনবোর্ড
✔ মেডিকেল
✔ রায়েরবাগ
✔ শনির আখড়া
✔ ডেমরা
✔ কোনাপাড়া
✔ জুরাইন
এখনও ঢাকা ছাড়ছেন অনেকে
অন্যদিকে, আজও ঢাকার বিভিন্ন বাস কাউন্টারে গ্রামের পথে ছুটছেন অনেকে। মূলত ব্যবসায়ী ও ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকা কিছু মানুষ ঈদের পরেও ঢাকার বাইরে যাচ্ছেন। যাত্রাবাড়ী ও সায়েদাবাদে কাউন্টারগুলোর সামনে ভিড় জমেছে। বাস মালিকরা জানিয়েছেন, ঢাকা ছেড়ে যাওয়া বেশিরভাগ বাস অনেকটা খালি যাচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ