
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান এবং মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন. ওং-এর মধ্যে বুধবার সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ টেলিকনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এই সংলাপে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যোগাযোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, “এটি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে উচ্চ পর্যায়ের যোগাযোগ। এতে ভবিষ্যতে কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”
রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের সহায়তা
মার্কিন প্রশাসন সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলার নতুন সহায়তা ঘোষণা করেছে। এ বিষয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় ২.৪ বিলিয়ন ডলার অবদান রেখেছে। জাতিসংঘের মাধ্যমে খাদ্য ও পুষ্টি সহায়তা দেওয়ার পাশাপাশি তারা সরাসরি মানবিক সহায়তাও প্রদান করে আসছে।
বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সম্মাননা
এ আলোচনায় জুলাই বিদ্রোহে অংশ নেওয়া বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতাদের জন্য "ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড" ঘোষণার বিষয়টিও উঠে আসে। যুক্তরাষ্ট্রের এ স্বীকৃতি বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ইতিবাচক দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ।
এ সংলাপের মাধ্যমে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
বাংলাবার্তা/এমএইচ