
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে আজ (মঙ্গলবার) ব্যাংককের উদ্দেশে রওনা হচ্ছেন।
প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।
বিমসটেক সম্মেলনে এ বছর সাতটি গুরুত্বপূর্ণ খাতের ওপর আলোচনা হবে, যার মধ্যে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনগণের মধ্যে সংযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কানেক্টিভিটি।
প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, সম্মেলনে অধ্যাপক ইউনূস বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। তিনি আরও জানান, সম্মেলনে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সময় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন।
আগামী ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যানশিপ বাংলাদেশ গ্রহণ করবে। এই উপলক্ষে বিশেষ এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসকে চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ