
ছবি: সংগৃহীত
বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আবহাওয়া অফিস স্বস্তির বার্তা দিয়েছে। আগামী ৫ এপ্রিল থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং ৬ এপ্রিল দেশব্যাপী ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমিয়ে আনতে পারে।
বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ চলতি মাসে অব্যাহত থাকবে। তবে একইসঙ্গে কালবৈশাখি ও ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, বৃহস্পতিবার (৪ এপ্রিল) দেশের অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্ক ও গরম থাকতে পারে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং রাজশাহীতে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি, ঢাকায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে ৫ এপ্রিল কিছু এলাকায় বৃষ্টি শুরু হতে পারে এবং ৬ এপ্রিল সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে, যা গরম কমাবে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এপ্রিলজুড়ে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া মাসজুড়ে বজ্র, শিলাবৃষ্টি এবং কালবৈশাখির প্রবণতা থাকবে। এ সময় দুই থেকে চারটি মৃদু-মাঝারি তাপপ্রবাহ এবং এক-দুইটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
বাংলাবার্তা/এমএইচ