
ছবি: সংগৃহীত
ঈদের সময় সাধারণত বাড়ি ফাঁকা হয়ে যাওয়ায় রাজধানীতে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ে। তবে এবার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পুরো চিত্র পাল্টে গেছে। সারাদেশে ঈদ উদযাপন হয়েছে স্বস্তিতে, মানুষের মনে আতঙ্ক ছিল না বললেই চলে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য বাহিনী নিরলস কাজ করেছে। ঈদের ছুটিতেও তারা দায়িত্ব পালন করেছে, যাতে মানুষ নিশ্চিন্তে ঈদ উপভোগ করতে পারে।"
আইজিপি বাহারুল আলম জানান, এবার ঈদের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও মাঠে নামানো হয়েছে। ফলে অধস্তন পুলিশ সদস্যদের মধ্যেও বাড়তি সতর্কতা ছিল।
এবারের ঈদে ৮০ শতাংশেরও বেশি পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়। লালবাগ থানার এক পুলিশ সদস্য বলেন, "পরিবারের সঙ্গে ঈদ কাটাতে না পারলেও মানুষের নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের আনন্দ।"
ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, রাস্তায় টহল ও নিরাপত্তা বেষ্টনী থাকায় নাগরিকরা নিশ্চিন্তে ঈদ উদযাপন করেছেন। এই নিরাপত্তার কারণে এবারের ঈদ ছিল সত্যিকার অর্থে ‘শান্তির ঈদ’।
বাংলাবার্তা/এমএইচ