
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট (বিমসটেক) সম্মেলনের ফাঁকে আজ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক। দুই নেতা আজ আনুষ্ঠানিক আলোচনায় বসবেন, যেখানে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হতে পারে।
ব্যাংককে আয়োজিত বিমসটেক সম্মেলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ এপ্রিল) আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেন উভয় নেতা। নৈশভোজ চলাকালে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদিকে দীর্ঘসময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সাক্ষাৎ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বরাজনীতিতে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করা, দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বাণিজ্যিক সহযোগিতা ও সীমান্ত নিরাপত্তা—এসব বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।
বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে যৌথ বিবৃতি আসার সম্ভাবনা রয়েছে।
বিমসটেক সম্মেলন ২ এপ্রিল শুরু হয়েছে, যা চলবে ৪ এপ্রিল পর্যন্ত। বাংলাদেশ ও ভারত ছাড়াও সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা এতে অংশ নিয়েছেন।
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই বৈঠক কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।
বাংলাবার্তা/এমএইচ