
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ পেতে চূড়ান্ত প্রস্তুতিতে রয়েছে বাংলাদেশ সরকার। এই প্রেক্ষাপটে আজ শনিবার ঢাকায় পৌঁছাচ্ছে আইএমএফের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরটি চলবে আগামী দুই সপ্তাহব্যাপী। এই সময়ে দলটি সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে এবং ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য নির্ধারিত শর্তগুলো কতটা পূরণ হয়েছে তা মূল্যায়ন করবে।
সূত্র জানায়, প্রতিনিধি দলটি রবিবার (৬ এপ্রিল) সকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে প্রাথমিক বৈঠক করবে। এরপর তাঁরা পর্যায়ক্রমে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে আলোচনায় বসবে।
এ সফরের মূল উদ্দেশ্য হলো ঋণচুক্তিতে ধার্য শর্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা। এর মধ্যে রাজস্ব আহরণ, জ্বালানি খাতে ভর্তুকি হ্রাস, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণসহ নানা কাঠামোগত সংস্কারের অগ্রগতি রয়েছে।
আইএমএফের সঙ্গে চলমান তিন বছর মেয়াদি ঋণ কর্মসূচির আওতায় ইতোমধ্যেই বাংলাদেশ তিন কিস্তিতে মোট ১.৪৭ বিলিয়ন ডলার পেয়েছে। চতুর্থ ও পঞ্চম কিস্তির সম্মিলিত অর্থ ছাড় পেতে হলে বাংলাদেশকে আরও কিছু কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে হবে।
প্রতিনিধি দলটি আগামী ১৭ এপ্রিল অর্থ উপদেষ্টার সঙ্গে চূড়ান্ত বৈঠকে অংশ নেবে এবং সেদিনই এক সংবাদ সম্মেলনে সফরের সার্বিক মূল্যায়ন তুলে ধরবে।
বাংলাবার্তা/এমএইচ