
ছবি: সংগৃহীত
সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী, বাসন্তী পূজা এবং পুণ্যস্নান উপলক্ষে দেশব্যাপী উদযাপন যাতে নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী নিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, দেশের গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ, স্নানঘাট এবং ধর্মীয় স্থানে সেনাসদস্যরা সশস্ত্র টহল, নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন।
বিশেষ করে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ, কুড়িগ্রামের চিলমারী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি পুণ্যার্থীদের মাঝে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করেছে।
পূজামণ্ডপগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল পোস্ট, চেকপোস্ট, এবং তদারকি কার্যক্রমও পরিচালনা করছে সেনাবাহিনী। ফলে বিশাল জনসমাগম সত্ত্বেও কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।
এছাড়া সেনাবাহিনী পূজা কমিটি ও পুরোহিতদের সঙ্গে মতবিনিময় সভা করে উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেছে, যা সব সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর এই নিরবচ্ছিন্ন তৎপরতা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের মধ্যে প্রশংসা ও কৃতজ্ঞতা অর্জন করেছে। সেনাবাহিনী যে শুধু প্রতিরক্ষা নয়, বরং জাতির প্রয়োজনে সর্বক্ষেত্রে পাশে থাকে, তা আবারও প্রমাণিত হলো।
বাংলাবার্তা/এমএইচ