
ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ এ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এই চুক্তি দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা খাতে বিনিয়োগ ও সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
রবিবার রাজধানীর এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এবং ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর।
চৌধুরী আশিক মাহমুদ বলেন, “বিনিয়োগ সম্মেলন-২০২৫ আয়োজনের সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি, সম্মেলনে নাসার সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এটি হবে বাংলাদেশের বিনিয়োগ ইতিহাসে একটি মাইলফলক।”
আগামী ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। আয়োজক পক্ষের তথ্যমতে, সম্মেলনে ৫৫০ জনের বেশি শীর্ষস্থানীয় বিনিয়োগকারী ও কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
আন্তর্জাতিক বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই সম্মেলন বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির জন্যও একটি বড় সুযোগ হয়ে উঠতে যাচ্ছে।
৯ এপ্রিল, সম্মেলনে বক্তব্য দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার বক্তব্যে দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।
এছাড়া দেশি-বিদেশি পাঁচজন বিশিষ্ট বিনিয়োগকারীকে পুরস্কৃত করা হবে তাদের উল্লেখযোগ্য অবদান ও অংশীদারিত্বের জন্য।
সম্মেলনের সকল অনুষ্ঠান ফেসবুক ও ইউটিউব–এর মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে, যাতে দেশ-বিদেশের আগ্রহী ব্যক্তিরা সরাসরি যুক্ত থাকতে পারেন। পাশাপাশি, বিদেশি বিনিয়োগকারীদের সাক্ষাৎকার নেওয়ার জন্য থাকবে বিশেষ মিডিয়া কর্নার, যেখানে সাংবাদিকরা আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের অভিমত ও মতামত নিতে পারবেন।
চৌধুরী আশিক মাহমুদ বলেন, “এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা বৈশ্বিক বিনিয়োগের মানচিত্রে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত করতে চাই। নাসার মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব আমাদের প্রযুক্তিনির্ভর উন্নয়নের লক্ষ্যকে ত্বরান্বিত করবে।”
এই উদ্যোগ দেশের তরুণ প্রজন্ম, স্টার্টআপ এবং প্রযুক্তিনির্ভর শিল্পখাতে নতুন প্রেরণা জোগাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাবার্তা/এমএইচ