
ছবি: সংগৃহীত
প্রবাসী বাংলাদেশিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৮ এপ্রিল) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার পদ্ধতি নির্ধারণ’ শীর্ষক একটি কর্মশালায় এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, "অনেক প্রবাসী ভোটাধিকার প্রয়োগের সুযোগ চেয়েছেন। বিষয়টি সহজ নয়, তবে আমরা গুরুত্ব দিয়ে তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছি— পোস্টাল ভোটিং, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। এর মধ্যে প্রক্সি ভোটিং করপোরেট সেক্টরে ব্যবহৃত একটি পরিচিত পদ্ধতি।"
তিনি জানান, "আমরাও অন্তর্বর্তী সরকারের মতো প্রতিশ্রুতিবদ্ধ যে, আগামী নির্বাচনে প্রবাসীদের জন্য কার্যকর ও বিশ্বাসযোগ্য একটি ভোটিং পদ্ধতি চালু করব। তবে তা সরাসরি বাস্তবায়নের আগে একটি পাইলট প্রোগ্রাম, পরে সীমিত পরিসরে এবং অবশেষে বড় পরিসরে বাস্তবায়ন করা হবে।"
সিইসি বিশেষজ্ঞদের উদ্দেশ্যে বলেন, "আপনারা পদ্ধতিগত সুপারিশ দেবেন। আমাদের সমাজ ও রাজনীতির বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের অবস্থান বিবেচনায় একটি উপযোগী সিদ্ধান্ত নিতে হবে।"
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, এমআইএসটি এবং বিভিন্ন সংস্থার আইটি ও নির্বাচন বিষয়ক বিশেষজ্ঞরা। এছাড়াও নির্বাচনী প্রযুক্তি খাতে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ইসির কর্মকর্তারা অংশ নেন।
এদিন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, "আমরা প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিংয়ের ওপর গুরুত্ব দিচ্ছি। এই পদ্ধতি চূড়ান্ত হলে প্রবাসীরা তাদের আত্মীয়-স্বজনকে প্রক্সি হিসেবে মনোনয়ন দিয়ে ভোট দিতে পারবেন।"
ইসি আশা করছে, বিশেষজ্ঞ মতামতের আলোকে একটি কার্যকর ও নিরাপদ ভোটিং পদ্ধতি নির্ধারণ করে ভবিষ্যতের জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে।
বাংলাবার্তা/এমএইচ