
ছবি: সংগৃহীত
পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফারুকী বলেন, “নাম পরিবর্তন নিয়ে আজ আলোচনা হয়নি। তবে এই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করছে, কারণ তারাই মূল আয়োজক।”
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি নববর্ষে নিরাপত্তা, জনসমাগম, র্যালি ও অনুষ্ঠানগুলো নির্বিঘ্নভাবে আয়োজনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
ফারুকী আরও জানান, ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ওই সভা শেষে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, প্রতিবছর পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও বাঙালি সংস্কৃতির পরিচায়ক হিসেবে স্বীকৃত। ২০১৬ সালে এই শোভাযাত্রা ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়।
নাম পরিবর্তন হলে তা হবে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সামাজিক বিতর্কের অংশ, যা জাতিগত পরিচয় ও ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত।
বাংলাবার্তা/এমএইচ