
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ কূটনীতিক—দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ।
নিকোল চুলিক আগামী ১৫ এপ্রিল এবং অ্যান্ড্রু হেরাপ ১৬ এপ্রিল ঢাকায় পৌঁছাবেন। সফর চলবে ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত। দীর্ঘ সময় পর ট্রাম্প প্রশাসনের এই উচ্চপর্যায়ের সফরটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, সফরকালে তারা বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, গণতন্ত্রপুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার, রোহিঙ্গা সংকট এবং চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন। এ সফরের অংশ হিসেবে মিয়ানমারের ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও তাদের সঙ্গে যোগ দিতে পারেন।
নিকোল চুলিকের সফরসূচিতে রয়েছে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। তিনি প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
এ ছাড়া তিনি বিএনপি, জামায়াতে ইসলামিসহ কয়েকটি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। আলোচনা হবে রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন ও আগামী দিনের গণতান্ত্রিক পথচলার সম্ভাবনা নিয়ে।
অন্যদিকে, অ্যান্ড্রু হেরাপের সফর ঘিরেও রয়েছে কৌশলগত আগ্রহ। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক ভূরাজনীতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে তার।
বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আবারও সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছে এবং বাংলাদেশকে তাদের কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়। একইসঙ্গে, রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানে যুক্তরাষ্ট্রের তৎপরতা আরও বাড়বে বলেও ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হতে যাচ্ছে কোনো উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর।
বাংলাবার্তা/এমএইচ