
ছবি: সংগৃহীত
চলতি বছর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিতে যাচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল অনুষ্ঠিত এক বৈঠকে এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ এ তথ্য জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে।
বৈঠকে জানানো হয়, সম্প্রসারিত ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্পের জন্য এনডিবি ইতিমধ্যে ৩২০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে। তবে বাংলাদেশ সরকারের উন্নয়ন চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রেক্ষিতে এ বছর পুরো ঋণ সহায়তা বাড়িয়ে এক বিলিয়ন ডলারে উন্নীত করার কথা জানানো হয়েছে।
ভ্লাদিমির কাজবেকভ জানান, শুধু পানিসম্পদ নয়, দেশের গ্যাস খাতের অবকাঠামো উন্নয়নেও এনডিবি বড় পরিসরে কাজ করতে চায়। পাশাপাশি দেশের বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বড় অঙ্কের ঋণ সহায়তা দিতেও ব্যাংকটি আগ্রহী।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কর্মজীবী জনগণের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করার মতো সামাজিক অবকাঠামো খাতে এনডিবির সহযোগিতা গুরুত্বপূর্ণ।”
এ সময় এনডিবির মাল্টি-কারেন্সি ঋণ সুবিধার বিষয়টি তুলে ধরা হয়, যা ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়ক হতে পারে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী। ইআরডি সচিব বলেন, “বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে এনডিবিকে একটি কৌশলগত কর্মসূচি তৈরি করা উচিত।”
বাংলাবার্তা/এমএইচ