
ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে।” তিনি বলেন, আমাদের দেশের এমন কিছু ভাবনা আছে, যা শুধু স্থানীয় নয়, বৈশ্বিক পরিবর্তনের পথ দেখাতে পারে।
বুধবার (৯ এপ্রিল) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চার দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয় এদিন। আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
ড. ইউনূস বলেন, “অনেকেই ভাবে, বাংলাদেশ মানেই দারিদ্র্য আর সংকট—এই ধারণা বদলাতে হবে। এখানকার মানুষরাই প্রমাণ করেছে, কীভাবে সীমিত সম্পদ দিয়েও বৈশ্বিক উদ্ভাবন সম্ভব।” তিনি স্মরণ করিয়ে দেন, কীভাবে একসময় ক্ষুদ্রঋণের ধারণা একটি গ্রামের ভেতরে জন্ম নিয়েছিল এবং পরে সেটিই আজ বিশ্বজুড়ে একটি অন্যতম সফল ব্যবসায়িক মডেলে পরিণত হয়েছে—বিশেষত যুক্তরাষ্ট্রে যেখানে এটি বড় আকারে গৃহীত হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে বিনিয়োগের অসাধারণ সুযোগ রয়েছে। এই বিনিয়োগ শুধু বাংলাদেশকেই নয়, পুরো বিশ্বকেই উপকৃত করতে পারে। তরুণদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তির ব্যবহার আমাদের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।”
উদ্বোধনী বক্তব্যের একপর্যায়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে আবেগে আপ্লুত হয়ে পড়েন ইউনূস। কিছু সময় চুপ থেকে গভীর আবেগ নিয়ে তিনি বলেন, “আমাদের স্বাধীনতা এসেছে ত্যাগের মাধ্যমে। আজ যে স্বপ্ন আমরা দেখছি, তা সেই আত্মত্যাগের ফল।”
সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং নীতিনির্ধারকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বক্তৃতা শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূস চারটি ক্যাটাগরিতে দেশি ও বিদেশি প্রতিষ্ঠানকে পুরস্কারও প্রদান করেন।
বাংলাবার্তা/এমএইচ