
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ওপর বাড়তি পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় তিনি লিখেছেন, “শুল্ক কার্যকর ৯০ দিন স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ অব্যাহত রাখব।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ’ সোশ্যাল প্ল্যাটফর্মে একাধিক পোস্টে জানিয়েছেন, চীন বাদে বিশ্বের বাকি দেশগুলোর ওপর আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। তবে এই সময়ের জন্য শুল্কের হার ১০ শতাংশ কার্যকর থাকবে।
ট্রাম্প বলেন, “এটা বিশ্ববাজারের ভারসাম্য রক্ষায় একটি কৌশলগত সিদ্ধান্ত। চীন ছাড়া ৭৫টির বেশি দেশ আমাদের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। তারা চায় একটা যৌক্তিক বাণিজ্য কাঠামো তৈরি হোক।”
চীনের ব্যাপারে ট্রাম্প কড়া অবস্থান জানিয়ে বলেন, “চীন মার্কিন বাজারকে অপমান করেছে, প্রতারণা করেছে। তাই চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।”
ট্রাম্পের এই পদক্ষেপে বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ, মার্কিন বাজারে রপ্তানি নির্ভরতা অনেকটাই বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা বলছেন, ৯০ দিনের এই বিরতি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ, যাতে এই সময়ের মধ্যে কূটনৈতিকভাবে আরও স্থায়ী সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়। আর ড. ইউনূসের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এ কূটনৈতিক প্রচেষ্টার একটি অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ