
ছবি: সংগৃহীত
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, রেওয়াজ অনুযায়ী এবারও ফলাফল প্রকাশে কোনো বিলম্ব হবে না।
প্রশ্ন ফাঁসের বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, "যে উৎসগুলো থেকে প্রশ্ন ফাঁস করা হতো, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই।"
উল্লেখ্য, সকাল ১০টা থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২,২৯১টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে, আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে।
পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বেশ কিছু নির্দেশনা দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে।
বাংলাবার্তা/এমএইচ