
ছবি: সংগৃহীত
আসন্ন চৈত্র সংক্রান্তি উপলক্ষে পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে আগামী ১৩ এপ্রিল (রবিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে পার্বত্য এলাকার বাসিন্দারা শুক্র, শনি, রবি ও সোমবার—এই চার দিন টানা ছুটির সুবিধা ভোগ করতে যাচ্ছেন।
সরকারি নির্বাহী আদেশে জানানো হয়, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে এই তিন জেলায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব প্রতিষ্ঠানে ছুটি কার্যকর থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ছুটিকালীন সময়ে সংশ্লিষ্ট জেলার সব অফিস বন্ধ থাকবে।
এই ছুটি ঘোষণা হয় ২৭ মার্চ। অন্যদিকে, ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশেই সাধারণ ছুটি থাকবে। ফলে পার্বত্য অঞ্চলের মানুষরা ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী ছুটি পাচ্ছেন।
এই অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে চৈত্র সংক্রান্তিকে ঘিরে উৎসবের গুরুত্ব অনেক বেশি। বছর শেষের এই সময়টিকে তারা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকও নির্দেশনা দিয়েছে যে, পার্বত্য তিন জেলার তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা ১৩ এপ্রিল বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) থেকে সম্প্রতি এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, দেশের অন্যান্য জেলার জন্য এই দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ, যেসব জেলায় চৈত্র সংক্রান্তি উদযাপন হয় না, সেখানে এ ছুটি প্রযোজ্য হবে না।
বাংলাবার্তা/এমএইচ