
ছবি: সংগৃহীত
বাংলাদেশের মহাকাশযাত্রায় যুক্ত হলো এক নতুন মাত্রা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মহাকাশ সহযোগিতা চুক্তি আর্টেমিস অ্যাকর্ড-এ ৫৪তম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বাংলাদেশ। গত ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত 'ইনভেস্টমেন্ট সামিট'-এর এক পার্শ্ব ইভেন্টে বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন।
এই ঘটনাকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং নাসা বাংলাদেশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, “বাংলাদেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ গবেষণায় অংশগ্রহণের মাধ্যমে একটি বৈশ্বিক মহাকাশ অংশীদারিত্বের অংশ হয়ে উঠেছে।”
আর্টেমিস অ্যাকর্ড মূলত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এক বহুজাতিক মহাকাশ সহযোগিতা চুক্তি, যা ২০২০ সালে শুরু হয়। প্রথমে যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশ এতে যুক্ত ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অংশীদারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪টি। বাংলাদেশ এখন এমন একটি প্ল্যাটফর্মে যুক্ত হলো, যেখানে টেকসই ও দায়বদ্ধ মহাকাশ গবেষণার মানদণ্ড নির্ধারণ করা হয়।
যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ৫০ বছরেরও বেশি সময় ধরে কূটনৈতিক ও উন্নয়ন অংশীদারত্ব বজায় রেখেছে। এখন মহাকাশে শান্তিপূর্ণ গবেষণা এবং প্রযুক্তিগত অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি হলো।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের জন্য প্রযুক্তি স্থানান্তর, বৈজ্ঞানিক সহযোগিতা এবং বৈশ্বিক গবেষণা-ভিত্তিক নীতিমালায় অংশগ্রহণের নতুন দ্বার খুলে দেবে। ভবিষ্যতে বাংলাদেশ হয়তো নিজস্ব উপগ্রহ মিশন বা আন্তর্জাতিক অভিযানে অংশগ্রহণের মতো উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পে যুক্ত হতে পারবে।
বাংলাবার্তা/এমএইচ