
ছবি: সংগৃহীত
ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্যতম বৃহৎ গণজমায়েত—‘মার্চ ফর গাজা’। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি নাগরিক প্ল্যাটফর্ম গাজার মুক্তি এবং দখলদার রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই কর্মসূচির নেতৃত্বে থাকছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। এর আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী মানুষের ঢল শুরু হয়েছে। তাদের হাতে শোভা পাচ্ছে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা, ব্যানার ও সংহতির প্ল্যাকার্ড।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গণজমায়েত কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় বরং মানবতা ও ন্যায়ের পক্ষে একটি সম্মিলিত স্বর হয়ে দাঁড়াবে। তারা বলছে, “এই কর্মসূচির মূল লক্ষ্য হলো নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে বিশ্বজনমত গঠন করা, যাতে আন্তর্জাতিক মহল ইসরাইলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়।”
এ প্রতিবাদ কর্মসূচির জন্য পুরো সোহরাওয়ার্দী উদ্যানে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্টেজ নির্মাণ, নিরাপত্তা টাওয়ার, সাউন্ড সিস্টেমসহ সব কাজ প্রায় সম্পন্ন। উদ্যানজুড়ে স্থাপন করা হয়েছে প্রায় ২০০টি মাইক, যাতে পুরো এলাকা জুড়ে বক্তাদের বার্তা পৌঁছে দেওয়া যায়।
এই কর্মসূচির আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। ইসলামিক স্কলার, আলেম-ওলামা, প্রভাবশালী ইউটিউবার, সেলিব্রেটি ও সামাজিক কর্মীরা নিজ নিজ মাধ্যমে জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ফেসবুক, টুইটার, ইউটিউব এবং ইনস্টাগ্রামে এই ‘মার্চ ফর গাজা’-র প্রচারণা এখন শীর্ষ ট্রেন্ডিং।
বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, “ফিলিস্তিনে আমাদের ভাইদের যখন হত্যা করা হচ্ছে, তখন চুপ করে বসে থাকা মানে মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
বাংলাবার্তা/এমএইচ