
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হয়েছে ‘মার্চ ফর গাজা’। এই বৃহত্তম মানবিক সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ঢেলে সাজিয়েছে তাদের প্রস্তুতি, এবং গোয়েন্দারা সজাগ দৃষ্টি রেখেছে পুরো কার্যক্রমের ওপর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন যে, মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের উপস্থিতির পাশাপাশি, একাধিক ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যাতে জনগণের চলাচলে কোনো সমস্যা সৃষ্টি না হয়।
ডিএমপির গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক জানান, গোয়েন্দারা প্রতিটি কার্যক্রমে সজাগ থেকে নজরদারি চালাচ্ছে। এছাড়া, ডিবির সাইবার টিমও কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে।
এছাড়া, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ জানিয়েছে যে, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন। সমাবেশের সুষ্ঠু আয়োজনের জন্য অংশগ্রহণকারীদের কিছু নির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে:
-
অংশগ্রহণকারীদের নিজস্ব প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, মাস্ক, ছাতা সঙ্গে রাখতে বলা হয়েছে।
-
ধৈর্য এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে।
-
রাজনৈতিক প্রতীকবিহীন ব্যানার এবং প্ল্যাকার্ড ব্যবহার করতে হবে।
-
দুষ্কৃতকারীদের কার্যক্রম প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে বলা হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ