
ছবি: সংগৃহীত
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে 'মার্চ ফর গাজা' কর্মসূচি। যদিও আয়োজকদের পক্ষ থেকে সমাবেশের সময় বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢল নেমেছে ঐতিহাসিক এই উদ্যানে।
সকাল সাড়ে ১০টার মধ্যেই সমাবেশস্থলে কয়েক হাজার মানুষ জড়ো হন। শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেতসহ আশপাশের এলাকা থেকে ছোট-বড় মিছিল আসতে শুরু করে। প্ল্যাকার্ড, ব্যানার, বাংলাদেশের লাল-সবুজ এবং ফিলিস্তিনের পতাকায় মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। কিছু অংশে ধর্মীয় স্লোগান এবং কোরআনের আয়াতসম্বলিত পোস্টারও দেখা গেছে।
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এই গণজমায়েতের উদ্দেশ্য গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন ও মানবিক সহানুভূতির আহ্বান জানানো। আয়োজকদের দাবি, সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ আজকের এই প্রতিবাদে অংশ নিচ্ছেন।
বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত চলবে মূল কর্মসূচি। আয়োজকরা জানিয়েছেন, দোয়া, বক্তৃতা ও সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে কর্মসূচি চলবে।
রাজধানীর নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে চূড়ান্ত নিরাপত্তাব্যবস্থা।
এই আয়োজনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার থেকেই সমাবেশস্থলে প্রস্তুতি চলেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পরিদর্শন করেছেন মাঠ, দিয়েছেন সহায়তার আশ্বাস।
বিশ্বজুড়ে ফিলিস্তিনের নিরীহ মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এমন উদ্যোগ, জানালেন আয়োজকরা।
বাংলাবার্তা/এমএইচ