
ছবি: সংগৃহীত
সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়—এই বক্তব্য তার নয়, বরং জনগণের এমন আকাঙ্ক্ষার কথা তিনি তুলে ধরেছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সম্প্রতি সুনামগঞ্জে দেওয়া তার এক বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছিল।
উল্লেখ্য, ১০ এপ্রিল সুনামগঞ্জ সফরে গিয়ে জাহাঙ্গীর চৌধুরী বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো। সাধারণ মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন।" এই মন্তব্যটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। অনেকেই বলেছিলেন, এটি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, "আমি তো বলিনি সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়। এটা জনগণ বলেছে। আমি তো রাজনীতিবিদ না। এই কথাগুলোর রাজনৈতিক ব্যাখ্যার প্রয়োজন নেই। সরকার ইতোমধ্যেই জানিয়েছে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হবে।"
তিনি আরও বলেন, "আমি যদি জনগণের মত তুলে ধরি, সেটা নিয়ে এতো সমালোচনার কী আছে? আমি বাস্তব অভিজ্ঞতা থেকে কথাটা বলেছিলাম। রাস্তায় হেঁটে যাওয়ার সময় সাধারণ মানুষ বলেছিল, আরও কিছুদিন থাকেন। এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মাত্র।"
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে বোঝা যায়, নির্বাচন যথাসময়ে আয়োজনের প্রস্তুতি চললেও, মাঠপর্যায়ে নিরাপত্তা এবং জনমতের বাস্তবতা তাদের নজরে রয়েছে। তবে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের আস্থা ধরে রাখতে হলে, এমন বক্তব্য থেকে ভবিষ্যতে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ডিবি প্রধান বদলি ও রাঘব বোয়াল বিতর্কে জবাব দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, আলোচিত মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার করার ঘটনাটির সঙ্গে এ বদলির কোনো সম্পর্ক নেই। এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ বলেই মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাব দিতে গিয়ে উপদেষ্টা বলেন, “পুলিশের পদে বদলি একটা স্বাভাবিক ব্যাপার। কে কোথায় যাবে বা কবে আসবে, এটা অভ্যন্তরীণ বিষয়। রেজাউল করিম মল্লিক হয়তো অসুস্থ ছিলেন, সেজন্যই হয়তো বদলি করা হয়েছে। মেঘনা আলম ইস্যুতে তার বদলি—এমন কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি।”
সম্প্রতি মেঘনা আলম নামের একজন মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্বকে একটি মামলায় গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপরই সামাজিক মাধ্যমে দাবি ওঠে যে, এই গ্রেফতারের জেরেই ডিবি প্রধানকে সরানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেই দাবিকে উড়িয়ে দিয়ে বলেন, “এটা একেবারেই গুজব।”
এছাড়া, জুলাই আন্দোলনে দায়ের করা মামলাগুলোর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “রাঘব বোয়ালদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আইন সবার জন্য সমান। যেই আইনের ফাঁদে পড়বে, তাকে ধরা হবে। আর যদি ধরা পড়ার পরও কেউ ছাড়া পায়, তখন আপনারা অভিযোগ করতে পারেন।”
তিনি জানান, ছোট-বড় সবাইকেই তদন্তের আওতায় আনা হচ্ছে এবং সরকার কোনো পক্ষপাতমূলক আচরণ করছে না। আইন অনুযায়ী তদন্ত চলছে এবং আইনের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জোর দিয়ে বলেন তিনি।
বাংলাবার্তা/এমএইচ