ছবি: সংগৃহীত
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২০ এপ্রিল আবেদনের শেষ দিন থাকলেও এখন নতুন করে ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হোসেন রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “নিবন্ধনের জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ২০টির মতো নতুন রাজনৈতিক দল আবেদন জমা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। অনেকেই সময় চেয়ে আবেদন করেছে। সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে সময়সীমা আরও দুই মাস বাড়িয়ে আগামী ২২ জুন পর্যন্ত করা হলো।”
ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোতে নতুন করে নিবন্ধন নেওয়ার আগ্রহ তৈরি হয়েছে। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য বিভিন্ন ব্যক্তি ও সংগঠন নতুন দল গঠনের উদ্যোগ নিচ্ছে। এ পর্যন্ত সাতটি নতুন দল নিবন্ধনের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে। তবে কমিশন বলছে, আরও অন্তত ২০টি সংগঠন নিবন্ধনের আগ্রহ দেখিয়েছে এবং সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছে।
আলোচিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সময় বৃদ্ধির অনুরোধকারীদের অন্যতম। দলটি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। এর মূল উদ্যোক্তা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দলটি আত্মপ্রকাশের সময় এক নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রতিশ্রুতি দেয়, যার মূল প্রতিপাদ্য ছিল "রাষ্ট্র সংস্কার ও জনগণের ক্ষমতায়ন"।
তবে রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ায় নানা জটিলতা তৈরি হয় একটি আইনি বাধার কারণে। রাষ্ট্র সংস্কার আন্দোলন (RSI) নামের একটি উদ্যোগ ১৮ মার্চ হাইকোর্টে রিট করলে আদালত নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে। এই রায়ের পর থেকেই নতুন দল নিবন্ধনের আবেদনের গতি অনেকটা কমে যায়।
ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, “গণবিজ্ঞপ্তি জারির দুই সপ্তাহের মধ্যেই ২৫ মার্চ আমরা ‘আওয়ামী লিগ’ নামে একটি নতুন দল নিবন্ধনের আবেদন পাই। এরপর বিভিন্ন উৎস থেকে আরও আবেদন জমা পড়তে থাকে, তবে আইনি জটিলতার কারণে অনেকেই অপেক্ষায় ছিলেন। এখন সময় বাড়ানোয় তারা নিশ্চিন্তে আবেদন জমা দিতে পারবেন।”
উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে—জেলার নির্দিষ্টসংখ্যক উপজেলায় কার্যক্রম থাকা, দলীয় গঠনতন্ত্র ও কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা, কেন্দ্রীয় কমিটির কাঠামো জমা দেওয়া, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস রাখা এবং দলীয় নামের অনুরূপ কোনো দলের সাথে সংঘর্ষ না থাকা।
নিবন্ধনের আবেদনের সময়সীমা বাড়ানোর এ সিদ্ধান্ত নতুন রাজনৈতিক শক্তিগুলোর জন্য ইতিবাচক সুযোগ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী মাঠে অংশগ্রহণের জন্য এখন তাদের আরও সময় পাওয়া যাবে প্রয়োজনীয় দলীয় কাঠামো ও কাগজপত্র প্রস্তুতের জন্য।
কমিশন আশা করছে, সময়সীমা বৃদ্ধির ফলে গঠনমূলক নতুন রাজনৈতিক দলগুলো দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে এবং আগামী জাতীয় নির্বাচনে বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত হবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



