
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য এক শোকাবহ বার্তা নিয়ে এসেছে ভ্যাটিকান থেকে একটি হৃদয়বিদারক সংবাদ— ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, পবিত্র সিংহাসনের অধিষ্ঠিত পোপ ফ্রান্সিস আর নেই। বয়স হয়েছিল ৮৮ বছর।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো খ্রিষ্টান বিশ্বে। তার আধ্যাত্মিক নেতৃত্ব, দয়া ও মানবিক মূল্যবোধে পরিপূর্ণ পথনির্দেশনা কোটি মানুষের জীবনে আলো ছড়িয়েছে। শান্তির বার্তাবাহক হিসেবে তিনি শুধু খ্রিষ্টানদের মাঝেই নয়, বরং সব ধর্মের মানুষের কাছেই ছিলেন এক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
ভ্যাটিকান সূত্রে জানা গেছে, পোপ ফ্রান্সিস বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে তিনি বেশ কয়েকবার হাসপাতালে চিকিৎসা নেন এবং তার শারীরিক দুর্বলতা নিয়ে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে তার মৃত্যু এত দ্রুত ঘটে যাবে, তা অনেকের কল্পনার বাইরে ছিল।
পোপ ফ্রান্সিস ছিলেন ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ, যিনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন এবং ২০১৩ সালে পোপ বেনেডিক্টের অবসরের পর তার স্থলাভিষিক্ত হন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ভ্যাটিকানের প্রথাগত কাঠামোয় এক নতুন ধারার নেতৃত্ব প্রতিষ্ঠা করেন।
তিনি গরিব ও নিপীড়িতদের পক্ষে কণ্ঠস্বর উঁচু করেছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সোচ্চার হয়েছেন এবং আধুনিক বিশ্বের সঙ্গে ধর্মের সংলাপকে আরও মানবিক ও বাস্তবমুখী করেছেন।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন নোবেল বিজয়ী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে ইউনূস বলেন, “পোপ ফ্রান্সিস ছিলেন বিশ্বশান্তি, সহমর্মিতা ও মানবাধিকারের প্রতীক। তার মৃত্যুর মধ্য দিয়ে মানবজাতি এক মহান আধ্যাত্মিক নেতাকে হারাল।” তিনি আরও বলেন, “বিভিন্ন ধর্মের মধ্যে সেতুবন্ধন তৈরিতে তিনি যে অবদান রেখেছেন, তা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।”
পোপের মৃত্যুতে শোক জানিয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, ধর্মীয় নেতা ও মানবাধিকার কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন। ভ্যাটিকান কর্তৃপক্ষ ইতোমধ্যে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে, যা বিশ্বজুড়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।
বিশ্ববাসী আজ স্মরণ করছে সেই নেতাকে, যিনি ভালোবাসা, সহনশীলতা ও শান্তির বাণী নিয়ে দশ বছর ধরে পবিত্র সিংহাসনকে সম্মানিত করে গেছেন।
বাংলাবার্তা/এমএইচ