ছবি কোলাজ : বাংলা বার্তা
অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দ পাচ্ছে না প্রকাশনা সংস্থা ‘আদর্শ’। তাদের করা স্টল বরাদ্দের পুনর্বিবেচনার আবেদন বাতিল করে দিয়ে আগের সিদ্ধান্তে অটল অবস্থানেই আছে বাংলা একাডেমির বইমেলা পরিচালনা কমিটি।
স্টল বরাদ্দ সংক্রান্ত শর্তাবলি মেনে চলতে অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে প্রকাশনা সংস্থা ‘আদর্শ’কে অমর একুশে বইমেলায় কোন স্টল বরাদ্দ দেয়া হয়েছিল না এ বছর। মেলা শুরুর আগমুহূর্তে এসে শর্ত মানতে রাজি হয়ে স্টল বরাদ্দের বিষয়টি পুনর্বিবেচনা করতে গত ২৪ জানুয়ারি বাংলা একাডেমির কাছে আবেদন করেন আদর্শের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমান। কিন্তু আগের সিদ্ধান্তেই অটল রয়েছে মেলা আয়োজক কমিটি।
রোববার (২৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানানো হয়েছে আদর্শ প্রকাশনীর স্বত্তাধিকারী মাহাবুবুর রহমান বরাবর পাঠানো বাংলা একাডেমির প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক ও অমর একুশে বইমেলা ২০২৩-এর সদস্য সচিব এ কে এম মুজাহিদুল আলম সাক্ষরিত এক চিঠিতে।
ওই চিঠিতে বলা হয়েছে- রবিবার বিকেল ৫টায় অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির জরুরি সভায় অপনার ২৪ জানুয়ারির আবেদন উপস্থাপন হয়। সবদিক বিবেচনা করে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে আপনাদের প্রকাশনা সংস্থা ‘আদর্শ’ এর অনুকূলে স্টল বরাদ্দ প্রদান না করার পূর্বের সিদ্ধান্ত বহাল রেখেছে।