ছবি কোলাজ : বাংলা বার্তা
‘হিরো আলম জিরো হয়ে গেছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে বেজায় চটেছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
রোববার (০৫ ফেব্রুয়ারি) সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি।
হিরো আলম বলেছেন, ‘ওবায়দুল কাদের স্যার কথায় কথায় বলেন, ‘আসুন খেলা হবে।’ তিনি শক্তিশালী দলের সঙ্গে খেলতে চান। তাই বলি, অন্য কারও সঙ্গে নয়; শুধু আমার সঙ্গে বগুড়া-৪ আসনে নির্বাচন করুন, সিসি ক্যামেরা বসান। দেখুন কে জেতে?’
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের ভোট পুনরায় গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে লিখিত আবেদন করেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘ওবায়দুল কাদের স্যার বলেন, ‘হিরো আলম জিরো হয়ে গেছে।’ কিন্তু হিরো আলম কখনও জিরো হয় না। যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই জিরো হয়ে গেছে। মন্ত্রী আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এমন কথা বলেছেন। তবে একজন মন্ত্রী নাগরিকদের এভাবে কথা বলতে পারেন না।’
তিনি বলেন, ‘আমি হিরো আলমের সঙ্গে একটা নির্বাচনে আপনি (কাদের) প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কিনা।’
নির্বাচনের ফল ঠিকভাবে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করে হিরো আলম বলেন, ‘আমার নির্বাচনী ফলাফল তারা সুষ্ঠুভাবে প্রকাশ করেনি। এ নিয়ে আমার সন্দেহ ছিল। তাই সব ভোটকেন্দ্রের ফলাফল আমি জোগাড় করেছি। কিছু কেন্দ্রে আমিসহ প্রায় সব প্রার্থী অস্বাভাবিক ভোট পেয়েছেন। ওই কেন্দ্রগুলো উল্লেখ করে জেলা প্রশাসক স্যারের কাছে ভোট পুনরায় গণনার আবেদন দিয়েছি।’
তিনি জানান, এখানে তার দাবি প্রত্যাখ্যান করা হলে নির্বাচন কমিশনে যাবেন, সেখানে না হলে হাইকোর্টে রিট করবেন।