বাংলাবার্তা
নির্বাচন ঠেকাতে বিএনপি ১১তম দফার অবরোধের প্রথম দিনে রাজধানীতে ধামন্ডির জিগাতলায় মিছিল করেছে ছাত্রদল।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় ধানমন্ডির জিগাতলা থেকে এ মিছিল শুরু হয়ে শেষ হয় ঢাকা সিটি কলেজের সামনে এসে।
নির্বাচন ঠেকানো, খালেদা জিয়ারসহ বিএনপির নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
দশ মিনিট স্থায়ী এ ঝটিকা মিছিল পুলিশ আসার আগেই শেষ হয়। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও বাঙলা কলেজের শিক্ষার্থী।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, সহ সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, মো. মোবারক হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল হোসেন সাইদ, দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশেদুজ্জামান তুফান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন,জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান সানি, বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভির আল হাদী মায়েদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, রুবেল আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল আমিন, মানবাধিকার সম্পাদক সুমন ইসলাম, সহ মানবাধিকার সম্পাদক আব্দুর রউফ, ছাত্রনেতা সাইদ মাহমুদ শান্ত, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সানী, বাঙলা কলেজ ছাত্রদলের প্রিন্সিপাল আবুল কাশেম হলের সাধারণ সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা)মাহমুদুল হাসান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুল আওয়াল জোয়ার্দার, যুগ্ম সম্পাদক মো. আল-আমিন হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক, সাকিব হোসেন হৃদয়, সহ সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রনেতা শামীম আহমেদ প্রমুখ।
বাংলাবার্তা/এসকে