বিএনপির নেতাকর্মী (ছবি বাংলাবার্তা)
হরতাল সফল করতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে এ মিছিল হয়। এ সময় রাস্তায় আগুন জালিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।
মিছিলে নেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান, মামুন বিল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, জসিম শিকদার রানা প্রমুখ।
১০/১৫ মিনিট স্থায়ী এ ঝটিকা মিছিল পুলিশ আসা আগেই শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দ্রুত নিজ নিজ গন্তব্যে চলে যান।
বাংলাবার্তা/এমপি