রুহুল কবির রিজভী (বাংলা বার্তা)
দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তামাশা আর প্রতারণার নির্বাচনে সরকারের কলাবরেটর হিসেবে কাজ করা পররাষ্ট্র মন্ত্রণালয় নব্য রাজাকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অসহযোগের দ্বিতীয় দিন শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে উত্তরা ১১নং সেক্টরের কাঁচাবাজারে লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের প্রায় ৬৩টি জনপ্রিয় রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। অবৈধ সরকার রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে, গ্রেফতার করে, গায়েবি সাজা দিয়ে এমনকি হত্যা করে দেশজুড়ে এক ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।’
তিনি বলেন, একতরফা ডামি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে "বাংলাদেশের নির্বাচনে বাধা দিচ্ছে বিএনপি ও তাদের মিত্ররা এবং লক্ষ্য অর্জনে অবরোধ কার্যকর করতে তারা সমুদয় প্রচেষ্টা জোরদার করেছে"।
রিজভী বলেন, বিএনপির প্রায় ২ কোটি নেতা-কর্মী এখন বাড়ি ছাড়া, ঘর ছাড়া। কারাগারের ভেতরও নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের ওপর জুলুম নির্যাতন চলছে। দেশে ও বিদেশে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ সরকারের দালালি করছে।’
বাংলাবার্তা/এআর