বিএনপি লগো। সংগৃহীত : ছবি
আবারও দুই দিনের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুণ:প্রতিষ্ঠার একদফা দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামীকাল ২৯ ডিসেম্বর (শুক্রবার) ও ৩০ ডিসেম্বর (শনিবার) সরকারি ছুটির দিনেও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২০ জনের অধীক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে চারটি। এসব মামলায় আসামী করা হয়েছে ৩৩৭ জনের অধীক নেতাকর্মীকে। এ ছাড়া পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত হয়েছে ১৫ জনের অধীক নেতাকর্মী।
বাংলাবার্তা/এসকে/এমপি