রুহুল কবির রিজভী । ছবি: বাংলাবার্তা
নির্বাচনের নামে সরকার জনগণকে ভেল্কিবাজি দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণকালে এ কথা বলেন।
রিজভী বলেন, দেশের মানুষ এমন প্রতারণার নির্বাচন চায় না। নির্বাচনের নামে কোনো প্রহসন চায় না। সরকারের ইমিটেশন নির্বাচন জনগণ প্রত্যখ্যান করেছে। তাই আমরা ভোট বর্জন করে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে জনগণ স্বতস্ফূর্ত সাড়া দিয়েছে।’
‘নির্বাচন নিয়ে দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘নির্বাচন নিয়ে চক্রান্ত করছেন আপনারা। বাংলাদেশে ডামি নির্বাচন আয়োজন করতে প্রতিবেশি দেশ সরাসরি হস্তক্ষেপ করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তাদের হস্তক্ষেপে ডামি নির্বাচন আয়োজন করছেন আপনারা। কিন্তু, আপনাদের শেষ রক্ষা হবে না। ডামি ও ইমিটেশন নির্বাচন দেশের জনগণ ও বিশ্ববাসী মেনে নেবে না।’
লিফলেট বিতরণে অন্যদের মধ্যে অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেক উজ জামান তারেক, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতা শাহ আলম ব্যাপারী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য জাহিদ সাগর, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দীন ইমন, মৎস্যজীবী দলের সদস্য আবু সাঈদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ, হিরন প্রমুখ।
বাংলাবার্তা/এআর