রাস্তায় সাইকেল চালাচ্ছেন নায়ক ফেরদৌস (ছবি: বাংলাবার্তা)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রাজধানী ধানমন্ডির অলি-গলিতে সাইকেল চালিয়ে ব্যতিক্রম প্রচারণায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চান।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে ধানমন্ডি জিগাতলা বাসস্ট্যান্ডে 'ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্ট' এর আয়োজনে তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা উদ্বুদ্ধ করতে এই ব্যতিক্রম প্রচারণা চালানো হয়।
এ সময় তিনি বলেন, নাগরিক সুস্বাস্থ্য ও পরিবেশের জন্য সাইক্লিং একটি চমৎকার একটি মাধ্যম। যানজটে খুব সহজে অনেক দূর নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দক্ষিণে মেয়র শেখ ফজলে নূর তাপসকে সাথে নিয়ে আমরা একটি সাইক্লিং সুন্দর পরিবেশ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী মো. আমিনুল ইসলাম টুববুস, দিদার হোসেন পাটোয়ারী, এমএস গ্রুপের ড্রিম লিডার মোহাম্মদ আলী রিমন, ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রাণ গোপাল সাকিব, কেরানীগঞ্জ সাইক্লিস্ট সজলসহ আরও অনেকে।
সাইক্লিস্ট করার সময় পাড়া মহল্লায় তরুণ-তরুণীরা চিত্রনায়ককে দেখতে পেয়ে সেলফি তোলার ধুম পড়ে যায়।
বাংলাবার্তা/এসএ