বরিশালের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
বিএনপি জামায়াতকে সন্ত্রাসী আখ্যায়িত করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা যখন উন্নয়ন করি, বিএনপি তখন অগ্নিসন্ত্রাস করে। রেলে আগুন দিয়ে মা ও শিশুকে হত্যা করেছে। মানুষের তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রেললাইনের ফিস প্লেট ফেলে দিয়ে, বগি ফেলে দিয়ে মানুষ হত্যার ফাঁদ পাতে। বাসে আগুন, গাড়িতে আগুন দেয়। ২০০১ সালে শুরু করেছিল। এরপর ১৩-১৪ সালেও একই ঘটনা ঘটায়। এখন আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে।
আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ১৯৭৫ সালে জাতির জনককে হত্যা নয় মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিল। এরপর অবৈধভাবে জিয়া, এরশাদ ক্ষমতায় আসে। তারা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি।
বাংলাবার্তা/এসএ