নির্বাচনী মিছিল। বাংলা বার্তা
আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে দুই স্বতন্ত্র প্রার্থী ও নৌকার মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই প্রতিযোগীতা বাড়ছে প্রচারণার। রাস্তা, ফুটপাথ, এলাকার দোকানপাট, হাট-বাজার ও চায়ের আড্ডার আলাপেসহ সর্বত্রই বইছে নির্বাচনী আলোচানা।
আসনে এবারের নির্বাচনে অংশ নেওয়া দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা শীতের মধ্যেও যেন উত্তাপ নিয়ে প্রচারণায় ব্যস্ত। সময় রয়েছে আর মাত্র কটা দিন। তাই যে যত পারছেন তত বেশি ভোটারের কাছে যাচ্ছেন। প্রাণপণে প্রার্থীরা দিনকে রাত আর রাতকে দিন মনে করে সময় অসময়ে ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। চলছে অভ্যন্তরীণ প্রস্তুতি মিটিং ও সভা। গভীর রাতে কর্মী-সমর্থকরা এলাকা ছেয়ে ফেলছে পোস্টারে। আসটির সব জায়গায় যেন একই চিত্র।
ঢাকা-৫ আসনের বর্তমান আলোচিত স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা) প্রয়াত ৪ বারের এমপি হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে মশিউর রহমান মোল্লা সজল ট্রাক প্রতীকে শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে দুপুর পর্যন্ত ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ডের কোনাপাড়া ও মাতুয়াইল এলাকাসহ প্রায় সকল অলিগলিতে ছুটে গেছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিলি করেছেন সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা লিফলেট। উঠান বৈঠক ও পথসভা করেছেন। দুপুরে ডিএসসিসির ৬১ নং ওয়ার্ডের রশিদবাগ এলাকায় জুম্মার নামাজ আদায় করেন। পরে বিকাল থেকে রাত পর্যন্ত ডিএসসিসির ৪৯ নং ওয়ার্ডের ব্রাহ্মণ চিরন ও ধলপুরসহ ওয়ার্ডের প্রায় প্রতিটি অলিগলিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে ধলপুর কমিউনিটি সেন্টার সংলগ্নে প্রচার সভা করেন সজল। তার পক্ষে সারাদিনই ৫ আসনভুক্ত ডিএসসিসির ১৪ টি ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন নেতাকর্মী ও সমর্থকরা।
আসনটিতে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুল হাসান রিপন শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় ডিএসসিসির ৬৩নং ওয়ার্ডের মৃধা বাড়ি এলাকায় নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। দুপুরে ডিএসসিসির ৬০ নং ওয়ার্ডের পাটেরবাগ বৃহত্তর জামে মসজিদে বাদ আসর ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের সাথে মতবিনিময় সভা করেন। পরে ওই এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বাদ মাগরিব ডিএসসিসির ৬১ নং ওয়ার্ডের রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্থানীয় মুরুব্বীয়ান ও এলাকাবাসীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন রিপন। পরে বাদ এশা ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ডের হাজিনগর এলাকার ঢাকাস্থ চাঁদপুরের মুরব্বিদের সঙ্গে আলোচনা সভা এবং গণসংযোগ করেন স্বতন্ত্র ঈগল মার্কার এ প্রার্থী। এদিন তার পক্ষে আসনভুক্ত প্রতিটি ওয়ার্ডে খন্ড খন্ড মিছিল, মাইকিং, গানের মাধ্যমে প্রচার, উঠান বৈঠক ও পথসভাসহ নানা কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-৫ আসনের নৌকার প্রার্থী যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না ডিএসসিসির ৬০ নং ওয়ার্ডের পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় গণসংযোগ করে জুম্মার নামাজ আদায় করেন। পরে ওয়ার্ডটির নুরপুর-১ ও ২, দনিয়া, পাটেরবাগ, মুক্তধারা, ইসলামবাগ (রসুলবাগ, রহমতবাগ, শাহজালালবাগ), পলাশপুর, জনতাবাগ মেরাজনগর (দনিয়ার অংশ), মদিনাবাগ ও দক্ষিণ জনতাবাগ এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। বিকালে ডিএসসিসির ৬২ নং ওয়ার্ডের দক্ষিণ উত্তর কুতুবখালী, দক্ষিণ কাজলা, দক্ষিণ কাজলা (নয়ানগর), ছনটেক, শেখদী, গোবিন্দপুর ও উত্তর রায়েরবাগ এলাকা প্রচারণা চালান মুন্না। রাতে দয়াগঞ্জে ডেমরা-যাত্রাবাড়ী থানার সার্বজনীন পূজা কমিটির সাথে মতবিনিময় করেন নৌকার এ প্রার্থী। এদিন তার পক্ষে থানা এলাকা ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন নেতাকর্মী ও সমর্থকরা।
বাংলাবার্তা/এআর