শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে জনসভায় শেখ হাসিনা। ছবি : বাংলাবার্তা
দ্বাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করলে লন্ডনে বসে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার হুকুমদাতাকে দেশে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩০ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে জনসভায় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, লন্ডনে বসে হুকুম দেয়, এখানে মানুষ পোড়ায়। তারেক লম্পটের কথা শুনে যারা মানুষ মারে, তাদের কাছে আমার প্রশ্ন। এ কাজের জন্য আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। আমরা চাই মানুষ শান্তিতে থাকুক। বিএনপি ক্ষমতায় থেকে টাকা লুটপাট করে বিদেশে পাঠিয়েছে। কিন্তু ভাগ্য পরিবর্তনে আ.লীগ যখনই কাজ শুরু করে তখনি বারবার তারা বাধা সৃষ্টি করেছে। এরপরও আমাকে আপনারা আগলে রেখেছেন। সে জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর কন্যা হয়ে আমি দুর্নীতি করতে আসিনি, এসেছি মানুষের ভাগ্য পরিবর্তন করতে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আল্লাহর রহমতে জয়ী হলে তাকে দেশ ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।
আগামী ২ জানুয়ারি ফরিদপুর জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শেষ হবে।
বাংলাবার্তা/এআর